ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

নকল ওষুধ চিহ্নিত করতে আসছে মোবাইল অ্যাপস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, ফেব্রুয়ারি ২, ২০১৭
নকল ওষুধ চিহ্নিত করতে আসছে মোবাইল অ্যাপস

সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের সহায়তায় ওষুধ ব্যবসার নৈরাজ্য বন্ধে ওয়েবপোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনভিত্তিক রিপোটিং প্রকল্পের কার্যক্রম পাইলটিং পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নোত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

 
স্বাস্থ্যমন্ত্রী জানান,  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের সহায়তায় ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, নকল ওষুধ চিহ্নিতকরণ এবং ওষুধের নির্ধারিত মূল্যেরও অধিক দামে বিক্রয়ের বিষয়ে অনলাইনভিত্তিক রিপোর্টিংয়ের জন্য ওয়েবপোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম বর্তমানে পাইলটিং পর্যায়ে রয়েছে।


 
নাসিম বলেন, ওই সফটওয়্যারের মাধ্যমে জনগণ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বিষয়ে রিপোর্ট করতে পারবে। ওষুধের নির্ধারিত মূল্য যাচাই সম্ভব হবে, দেশে যে কোনো এলাকায় প্রাপ্ত ভেজাল ও নকল ওষুধ সম্পর্কে স্বল্পসময়ে নিশ্চিত হতে পারবে এবং ওষুধ সংক্রান্ত যে কোনো অভিযোগ দ্রুত দাখিল করতে পারবে।
 
তিনি আরও বলেন, বর্তমান সরকার ভেজাল, নকল ও মানহীন ওষুধ বিক্রি বন্ধে দেশের বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা পর্যায়ে মডেল ফার্মেসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এরইমধ্যে ঢাকা শহরে অবস্থিত ৭টি ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মডেল ফার্মেসি থেকে জনগণ মানসম্মত ওষুধ কেনার পাশাপাশি ওষুধের ব্যবহারবিধি সম্পর্কে সঠিক ধারণা পাবে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) গাইডলাইন যথাযথভাবে অনুসরণ না করায় এবং ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ৮৬টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল এবং ১৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
 
** ক্লিনিক-হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে চিকিৎসা সেবা আইন
** দেশে জিকা নেই, তবে ঝুঁকি আছে, সংসদকে স্বাস্থ্যমন্ত্রী
** প্রতিবছর তামাক ব্যবহারে ৬০ লাখ মানুষের মৃত্যু

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।