ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

পর্দা উঠলো ইন্দো-বাংলা অটোমো‌টিভ শো'র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, ফেব্রুয়ারি ২, ২০১৭
পর্দা উঠলো ইন্দো-বাংলা অটোমো‌টিভ শো'র ইন্দো-বাংলা অটো‌ মো‌টিভ শো’র উদ্বোধন, ছবি দীপু মালাকার

ঢাকা: আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আই‌সি‌সি‌বি) তিন ‌দিনব্যা‌পি ইন্দো-বাংলা অটো‌ মো‌টিভ শো’র উদ্বোধন করেছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বাংলাদেশ এবং ভারতের অটোমোবাইল কোম্পা‌নিগুলো যৌথভাবে এ প্রদর্শনীর আ‌য়োজন ক‌রে‌ছে।

বৃহস্প‌তিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মন্ত্রী আই‌সি‌সি‌বি কনফারেন্স রু‌মে শো’র উদ্বোধন ঘোষণা দেন।

পরে টাটা উত্তরাসহ  অটোমোবাইল কোম্পা‌নিগুলোর প্যা‌ভি‌লিয়ন প‌রিদর্শন করেন।

১৩টি অটোমোবাইল কোম্পানি এতে অংশ নিয়েছে। শো’তে টাটা মটরস ১১টি নতুন কমা‌র্শিয়াল ভে‌হিক্যাল প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, অটোমোবাইল সেক্টর অনেক এ‌গি‌য়ে গে‌ছে। বাংলা‌দেশ এবং ভা‌রত যৌথভাবে অ‌টো‌মোবাইল বা‌ণিজ্য সহ‌যো‌গিতা আরও বাড়া‌তে পা‌রে।

প্রদর্শনীতে টাটা ছাড়াও অশোক লেল্যান্ড, উত্তরা, রানার, নিটল নিলয় , হিরো, টি‌ভিএস, ইয়ামাহা, বাজাজ কোম্পানি অংশ নিয়েছে।

সবকটি প্যা‌ভি‌লিয়ন ঘুরে সড়ক ও সেতুমন্ত্রী নতুন গা‌ড়িগুলো দেখেন।

তিন দিনব্যা‌পি এই শো চলবে ৪ ফেব্রুয়া‌রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফ‌বি‌সি‌সিআই প্রে‌সিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রা‌স্ট্রি এর প্রে‌সিডেন্ট তাস‌কিন আহমেদ, দি সোসাই‌টি অব ই‌ন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারস এর প্রে‌সিডেন্ট বিনোদ কে দিশারী  প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।