ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, ফেব্রুয়ারি ১, ২০১৭
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

নড়াইল: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হানুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে তাকে কুপিয়ে আহত করে তারা। গুরুতর অবস্থায় হানুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতাক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাজারে অবস্থান করছিলেন হানু। এসময় চার-পাঁচজনের একটি দল দেশি অস্ত্র নিয়ে এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতলে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হানুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান মিনারের ছেলে আশিকসহ চারজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।