রাজধানীর সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে।

এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে শিরিণ আকতার, ১০টা ৪৫ মিনিটে মাসুদ আহমেদ, ১০টা ৪৯ মিনিটে সৈয়দ মনজুরুল ইসলাম, ১১টা ১ মিনিটে মোহাম্মদ সাদিক বৈঠকস্থলে আসেন। ১১টা ৫ মিনিটে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে ঢুকতে দেখা গেছে।
ছয় সদস্যের মধ্যে তিনজন উপস্থিত হলেই বৈঠক করা যায়। সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি এ ধরনের আরও একাধিক বৈঠক করবে বলে জানা যায়।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭/আপডেট ১১১২
এমআইএইচ/আইএ