ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ফের এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, জানুয়ারি ২৮, ২০১৭
সাতক্ষীরায় ফের এমপি পুত্রের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমন ও তার তিন সহযোগীর নামে ফের চাঁদাবাজির মামলা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় সাতক্ষীরার ভোমরা বন্দরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন-সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পশ্চিম পাড়ার ইসহাক গাজীর ছেলে ইমরান হোসেন টনি (৩০), একই গ্রামের অহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২২) ও লক্ষ্মীদাড়ী গ্রামের আনারুল মোল্লার ছেলে তুহিন হোসেন (৩০)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, রুমনের নেতৃত্বে ভোমরা বন্দরের ব্যবসায়ী মাকছুদুর রহমানের অফিসে ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের চাচাতো ভাই ফিরোজকে আটকে রেখে ব্যাপক মারধর করে তার কাছে থাকা ব্যবসার ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সিরাজুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করে।

চাঁদা না পেলে সিরাজুলসহ ফিরোজকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সাতক্ষীরার এক ব্যবসায়ীর বাড়ি দখল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন রুমন। তিন মাস কারাভোগের পর ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি।

এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।