ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কোম্পানীগঞ্জে পাথরধসে মৃত্যু, ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জানুয়ারি ২৫, ২০১৭
কোম্পানীগঞ্জে পাথরধসে মৃত্যু, ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ শাহ আরফিন টিলায় অবৈধপন্থায় পাথর উত্তোলনকালে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে কোয়ারি ও বোমা মেশিন মালিক আইয়ুব আলী এবং তার চার ভাইসহ পাঁচ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে মামলাটি (নং-১৯ (১) ২০১৭) রুজু করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন।

মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন আইয়ুব আলীর ভাই মৃত মনফর আলীর ছেলে সোহরাব হোসেন, আঞ্জুমিয়া, চেরাগ আলী ও লেবার সর্দার জাহাঙ্গীর হোসেন।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সরকারি ভূমিতে বিপজ্জনকভাবে যন্ত্রপাতি (পে-লোডার) ব্যবহার করে শ্রমিকদের দিয়ে চোরাইভাবে গর্ত করে পাথর উত্তোলন করায়। এতে নেত্রকোনা পূর্বধলা এলাকার জাহাঙ্গীর (৩৮), পূর্বধলা জাগির এলাকার জাবেদ আলীর ছেলে খোকন (৩৫) এবং কান্দারপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪২) ঘটনাস্থলে মাটিচাপায় নিহত হন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সঙ্গে সঙ্গে এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিরা মরদেহগুলো দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলে। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ গুমের মাধ্যমে ৪৪৭/৩৭৯/২৮৭/৩০২/২০১/১০৯/৩৪ ধারায় অপরাধ করেছে।

**কোম্পানীগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান, ১১টি শ্যালো মেশিন ধ্বংস

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনইউ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।