ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় চরমপন্থী সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, জানুয়ারি ২২, ২০১৭
পাবনায় চরমপন্থী সদস্যের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার বেড়া উপজেলায় কোবাদ শিকদার ওরফে কুব্বত (৩৫) নামে এক চরমপন্থী সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢালারচরের একটি বাবলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুব্বত বেড়া উপজেলার মোজা শিকদারের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্য ছিলেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তরা কোবাদকে বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় বাবলা বাগানে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখেতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, পাবনা, রাজবাড়ী জেলায় কোবাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।