ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ২২, ২০১৭
১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ ফেরত আসা ১৭ বাংলাদেশি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিভিন্ন সময় ভারতে গিয়ে আটক হওয়া ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া সেসব বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বেলা ১টায় সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জকিগঞ্জ সীমান্ত ফাঁড়ি দিয়ে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

পরবর্তীতে তাদেরকে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

৪১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল  ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এই ১৭ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হন। সে দেশের আদালতের বিচার মোতাবেক ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তালিকা প্রাপ্তির পর তাদের নাগরিকত্ব যাচাই করে প্রত্যাবাসন আদেশ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।