ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শরণখোলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জানুয়ারি ২২, ২০১৭
শরণখোলায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভোক্তা অধিকার আইনে একটি ক্লিনিক, দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ জনুয়ারি) দুপুরে উপজেলা সদরের রায়েন্দা বাজারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ আদেশ দেন।

জরিমানার আদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- রায়েন্দা বাজারের আছিয়া ক্লিনিক, মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, জাহানারা ডায়াগনস্টিক সেন্টার ও রূপা মেডিকেল হল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন জানান, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রায়েন্দা বাজারের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান তিনটি ও একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এসময় রুপা মেডিকেল ওষুধ ফার্মেসি (দোকান) থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ফার্মেসির মালিক রুহুল আমিনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া এবং চিকিৎসক ছাড়াই প্যাথলজি রিপোর্ট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহানারা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে রায়েন্দা বাজারের আছিয়া ক্লিনিক নামে বেসরকারি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে রোগীদের সেবা প্রদান ও রোগ নির্ণয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।