ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

শিবগঞ্জে জাল রুপিসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জানুয়ারি ৯, ২০১৭
শিবগঞ্জে জাল রুপিসহ এক ব্যক্তি আটক শিবগঞ্জে জাল রুপিসহ এক ব্যক্তি আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকায় এক লাখ ভারতীয় জাল রুপিসহ মো. মাইদুর (৩৩) নামে এক জাল রুপি ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশান ব্যটালিয়ন (ৠাব) সদস্যরা।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। মাইদুর গোপালনগর মোড়স্থ মো. হাবিবুর রহমানের বাসার ভাড়াটিয়া মৃত এন্তাজ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট গোপালনগর এলাকায় মো. হাবিবুর রহমানের বাসার ভাড়াটিয়া
মাইদুরের ঘরে তল্লাশি চালায় ৠাব। তল্লাশিকালে তার ঘর থেকে এক লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব ক্যাম্প কমান্ডার মো. নূরে আলম জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।