ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব পেশের আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, জানুয়ারি ৮, ২০১৭
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রস্তাব পেশের আহ্বান

ঢাকা: মায়ানমারের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে জাতিসংঘে প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাট পার্টির (এলডিপি) চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন।
 
 

রোববার (০৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভার আয়োজন করে রোহিঙ্গা মুসলিম নির্যাতন প্রতিরোধ আন্দোলন।

এলডিপি চেয়ারম্যান বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শুধুমাত্র বাংলাদেশের একক প্রচেষ্টায় এ সমস্যার সমাধান হবে না। সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে নির্যাতিতদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার মতো করে এগিয়ে আসলে প্রাথমিকভাবে এ অসহায় মানুষদের কিছুটা সাহায্য করা যাবে।

এ সময় তিনি জাতিসংঘ ও ওআইসির সমালোচনা করেন।  

আয়োজক সংগঠনের আহ্বায়ক হযরত মাওলানা জাফরুল্লা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক আহসান উল্লাহ শামীম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন চিশতী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা জানুয়ারি ০৮, ২০১৭
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।