ঢাকা: দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের অফিসে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ জনসংযোগ
কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম বলেন, বাংলানিউজের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিজিবির সব সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়
বাংলানিউজ পরিবারের।
বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে
অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
এসসি/এএটি