ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, জুলাই ১, ২০২৫
বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা বাংলানিউজের কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময় করেন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার বেশ কয়েকজন কূটনীতিক। একই সঙ্গে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজের কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কসোভার রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় বিভিন্ন দূতাবাসের  বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ঢাকায় নিযুক্ত কোরিয়া ও কসোভার রাষ্ট্রদূত বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা বাংলানিউজের সাফল্য কামনা করেন।



দিনভর আয়োজিত বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাস্থ ফ্রান্স, রাশিয়া, ভারত, পাকিস্তান দূতাবাসের কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা শুভেচ্ছা বিনিময় করেন।

ডিকাবের শুভেচ্ছা
বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) এই সংবাদ প্রতিষ্ঠান।

টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।