ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

বর্ষপূর্তিতে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত বাংলানিউজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ১, ২০২৫
বর্ষপূর্তিতে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত বাংলানিউজ বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুসহ সাংবাদিকরা। ছবি: জিএম মুজিবুর

অগযাত্রার দেড় দশক পেরিয়ে ষোলতম বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। পথচলার এই শুভক্ষণে লেখক, পাঠক, শুভানুধ্যায়ীর শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছে বাংলানিউজ পরিবার।

এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে  বাংলানিউজের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত, কূটনৈতিক, চিকিৎসক, সাংবাদিক, ব্যাংকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিল্পী, সাহিত্যিক, অভিনয় তারকাসহ নানা শ্রেণি-পেশার মানুষের আড্ডা-উচ্ছ্বাসের মিলনমেলায় পরিণত হয় এই অনুষ্ঠান।

বর্ণিল সাজে সজ্জিত বাংলানিউজ কার্যালয়ে বিকেলে কেক কেটে ১৬তম বর্ষে পদার্পণের উদযাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলানিউজের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, সিএনই (মাল্টিমিডিয়া) আশিকুর রহমান শ্রাবণ প্রমুখ।  

বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কসোভার রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান।

ঢাকায় রাশিয়ান দূতাবাসের প্রেস অ্যাটাশে এভজেনিয়া কনারেভারসহ ফ্রান্স ও ভারতীয় দূতাবাসের কূটনীতিকরাও ছিলেন আয়োজনে।

শুভেচ্ছা বক্তব্যে সাফওয়ান সোবহান বলেন, ১৬তম বর্ষে পদার্পণ করায় বাংলানিউজকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা। আশা করছি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেশের এক নম্বর অনলাইন নিউজ পোর্টাল হবে, ইনশাল্লাহ।

এর আগে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়। সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা বাংলানিউজ কার্যালয়ে এসে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন।

শুভেচ্ছা জানাতে এসেছিলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের ইনচার্জ এস এম রুবেল পারভেজ ও এম মুমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।  

রাজনৈতিক নেতাদের মধ্যে শুভেচ্ছা জানান সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর শাখা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র ও প্রেস এন্ড মিডিয়া উইং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম প্রমুখ।  

বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপদেষ্টা কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, হেড অব নিউজ শরীফুল ইসলাম খান, সিএনই (মাল্টিমিডিয়া) আশিকুর রহমান শ্রাবণ, হেড অব ব্রডকাস্ট রকিবুল ইসলাম রকিব, রেডিও ক্যপিটালের প্রধান আনোয়ারুল আলম সজল, টেকনিক্যাল হেড সৈয়দ আশফাকুল হাসান, জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক, অতিরিক্ত বার্তা সম্পাদক আসিফ আজিজ, ঢাকা পোস্টের চিফ নিউজ এডিটর আবু রাসেল, চিফ রিপোর্টার আদনান রহমান, যুগ্ম-বার্তা সম্পাদক শামীম হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক জনি সাহা।  

সাংবাদিক সংগঠনের পক্ষে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক  মো. আরিফুজ্জামান মামুন, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, কল্যাণ সম্পাদক গাজী আক্তার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন ও কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষে যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, ঢাকাস্থ নড়াইল জেলা সাংবাদিক ফোরামের সভিাপতি মনিরুল ইসলাম রোহান ও সেক্রোটারি নুর আলম শেখ, আমেরিকার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা কমিউনিটি টেলিভিশন চ্যানেল টিটি ইউএসএর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড হেড অব নিউজ কাজী লুৎফুল কবীর প্রমুখ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলামও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদককে।

ফুল নিয়ে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন এবং শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা শিল্পী।

আনন্দ আড্ডায় শামিল হন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনস মোহাম্মদ আব্দুল রহিম, অ্যাসোসিয়েট ম্যানেজার মারিয়া আনিস চৌধুরী, মাহবুব আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু, ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামিদ সোহাগ, এনআরবিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ, অগ্রণী ব্যাংকের মো. জহির হোসেন, বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এ কে আজাদ লিপন, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী, আংকিত সুরেকা, বাংলালিংকের কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান গাজী তৌহিদ আহমেদ, হুয়াওয়ের হেড অব মিডিয়া তানভীর আহমেদ ও ইউনিলিভারের কর্মকর্তা ফয়সাল। ।

বিনোদন অঙ্গন থেকে শুভেচ্ছা জানাতে আসেন অভিনেতা চিত্রনায়ক মামনুন ইমন, আব্দুন নূর সজল, সংগীতশিল্পী বেলী আফরোজ, সাবরিনা সাবা, পিজিত মহাজন, শিশু শিল্পী মুসকান, মডেল নাজমি জান্নাত, লালনশিল্পী মিমসহ অনেকে।  

এছাড়া সারা লাইফ স্টাইল, উত্তরা ইউনিভার্সিটি, জনসংযোগ প্রতিষ্ঠান কনসিটু পিআর, ইনফো স্টেশন, মাইন্ডস্ট্রিম, ব্যাকপেজ পিআর, বেঞ্চমার্ক, ফোরথট, ইমপ্যাক্ট, ইনফো পাওয়ার, মাস্টহেড পিআর, ওপাস কমিউনিকেশন, অল্টার ক্যানভাস শুভেচ্ছা জানায় বাংলানিউজকে।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাংলানিউজ কার্যালয়কে করে রাখে উৎসবমুখর। এছাড়া কার্যালয়ের এক পাশে সাঁটানো শুভেচ্ছা বোর্ডে অতিথিরা তাদের শুভকামনা ও প্রত্যাশার কথা লেখেন।

বিভাগীয় শহরেও বর্ষপূর্তি উদযাপন
প্রধান কার্যালয়ের পাশাপাশি বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো, খুলনা ব্যুরো, সিলেট, বরিশাল কার্যালয়েও নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।

বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।

ইএস/এসসি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।