ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

আমতলীতে ৪ মাদকসেবী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ডিসেম্বর ২৫, ২০১৬
আমতলীতে ৪ মাদকসেবী কারাগারে

বরগুনার আমতলী উপজেলায় চার মাদকসেবীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় চার মাদকসেবীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন- শহীদুল ইসলাম (৪৪), সামসুল হক বিশ্বাস (৪০), ফখরুল ইসলাম মাতুব্বর (৪৭) ও রিপন হাওলাদার (৩৬)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে উপজেলার তারিকাটা গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে মাদক সেবন করছিলেন শহীদুল, সামসুল, ফখরুল ও রিপন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক কর‍া হয়।

পরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।