ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেট আলোকচিত্র প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, ডিসেম্বর ১৫, ২০১৬
সিলেট আলোকচিত্র প্রদর্শনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফটোগ্রাফি সোসাইটি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আয়োজিত চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে সংগঠনের সদস্যদের বাছাই করা ২৭টি ছবি।

সিলেট: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফটোগ্রাফি সোসাইটি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আয়োজিত চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে সংগঠনের সদস্যদের বাছাই করা ২৭টি ছবি।

দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৫টায় পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে। আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট আলোকচিত্রী আব্দুল মোনায়েম ও সংগঠনের সভাপতি ফরিদ আহমদ।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন আনিস মাহমুদ, দ্বিতীয় হয়েছেন মো. রায়হান চৌধুরী, তৃতীয় হয়েছেন মো. এনামুল হক এনাম এবং স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করেছেন বাপ্পি ত্রিবেদী।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।