ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুর সীমান্তে বিজিবি’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, ডিসেম্বর ৮, ২০১৬
দৌলতপুর সীমান্তে বিজিবি’র মতবিনিময়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্তে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্তে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘেষা পাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় মাদক ও অস্ত্র চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান।

এছাড়াও বক্তব্য রাখেন-দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।