ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

কাহারোলে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, ডিসেম্বর ৭, ২০১৬
কাহারোলে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

দিনাজপুরের কাহারোল উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো. রতন মিয়া (৪০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো. রতন মিয়া (৪০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা এ দণ্ডাদেশ দেন।

রতন উপজেলার পাইকপাড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি রতনকে সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।