ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ডিসেম্বর ৫, ২০১৬
হাজারীবাগে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকা থেকে মোহনা আক্তার মারিয়া (১৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকা থেকে মোহনা আক্তার মারিয়া (১৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহনা স্থানীয় একটি স্কুলের নবম শেণির ছাত্রী।  

মোহনার মামা বাংলানিউজকে জানান, গত দুই/তিন মাস আগে মোহনা প্রেম করে বিয়ে করে। তার স্বামী শোয়েইব খান বিজিবি সদস্য। তিনি ঢাকার বাইরে কর্মরত রয়েছেন। মোহনা এখানে তার বাবা-মায়ের সঙ্গে থাকেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হাজারীবাগ বাড্ডানগর লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোহনা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজেডএস/এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।