ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রামগতিতে ডাকাতি মামলার আসামিসহ দু’জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, ডিসেম্বর ৫, ২০১৬
রামগতিতে ডাকাতি মামলার আসামিসহ দু’জন কারাগারে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে রামগতির নুরীয়া হাজিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর হাসান হোসেন গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (৩০) এবং চর আলগী ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে জিল্লুর রহমান (৩৮)। তাদের মধ্যে সোহেল ডাকাতি মামলার এবং জিল্লুর মাদক মামলার আসামি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।