ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রামপুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, ডিসেম্বর ৫, ২০১৬
রামপুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে যাত্রীবাহী বাস উল্টে ষাট বছর বয়সী এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে যাত্রীবাহী বাস উল্টে ষাট বছর বয়সী এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই যাত্রীর মৃত্যু হয়।

বাসযাত্রী মো. আলম বাংলানিউজকে বলেন, দুপুরে বাড্ডা থেকে যাত্রী নিয়ে একটি বাস গুলিস্থানের দিকে যাচ্ছিলো। বাসটি রামপুরায় টিভি ভবনের সামনে পৌঁছ‍ালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি রাস্তার আইল্যান্ডের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে জানান, এ ঘটনায় একজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬

এজেডএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।