ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, ডিসেম্বর ৫, ২০১৬
উল্লাপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় ট্রাকের চাপায় আব্দুল করিম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় ট্রাকের চাপায় আব্দুল করিম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পাটের বস্তার ব্যবসা করতেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, সকালে আব্দুল করিম সাইকেলে করে উল্লাপাড়া যাচ্ছিলেন। এসময় পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।