ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ২৮ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪১, ডিসেম্বর ৫, ২০১৬
মেহেরপুরে ২৮ জন গ্রেফতার

মেহেরপুরে পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভ‍ুক্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভ‍ুক্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় ৭জন, সিআর মামলায় ৩জন ও বিভিন্ন মামলায় ১৮ জন রয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।