ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় ২০ হাজার রেনু পোনা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, ডিসেম্বর ৪, ২০১৬
বরগুনায় ২০ হাজার রেনু পোনা জব্দ

বরগুনার পাথরঘাটায় কালমেঘা এলাকা থেকে ২০ হাজার পিস বাগদা রেনু পোনা (চিংড়ি) জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বরগুনা: বরগুনার পাথরঘাটায় কালমেঘা এলাকা থেকে ২০ হাজার পিস বাগদা রেনু পোনা (চিংড়ি) জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (০৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এগুলো জব্দ করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান (এলএস) আবদুল্লাহ আল হীরা বাংলানিউজকে জানান, রাতে রেনু পোনা পাচার হবে এমন খবর গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ড্রামবাহী একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সিগন্যাল দেওয়া হয়। না থামায় পরে তাকে ধাওয়া করলে উপজেলার কালমেঘা এলাকায় ২০ হাজার বাগদা রেনু পোনা (চিংড়ি) রেখে পালিয়ে যায় ওই মোটরসাইকেল চালক।

জব্দকরা রেনু পোনা গুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে জানান আবদুল্লাহ আল হীরা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।