ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ডিসেম্বর ৪, ২০১৬
পণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লা সদরে দোকানে পণ্যের মূল্য তালিকা না ঝুলানোয় মো. ফরহাদ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা: কুমিল্লা সদরে দোকানে পণ্যের মূল্য তালিকা না ঝুলানোয় মো. ফরহাদ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সদরের বলরামপুর এলাকায় জেলা প্রশাসনের এনডিসি সোহাগ চন্দ্র সাহা কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় র‌্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি বাবুল আখতার উপস্থিত ছিলেন।

এনডিসি সোহাগ চন্দ্র সাহা জানান, দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা ঝুলিয়ে না রাখায় ওই দোকান মালিককে দোষী সাব্যস্ত করে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।