ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

কড়াইলে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, ডিসেম্বর ৪, ২০১৬
 কড়াইলে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর মহাখালী-বানানী এলাকার কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা: রাজধানীর মহাখালী-বানানী এলাকার কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্টস) শওকত হাসানকে প্রধান তিন সদস্যের কমিটি করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।