ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, ডিসেম্বর ৪, ২০১৬
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। 

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন।  

রোববার(০৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইসলামপুর বড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তুচ্ছ বিষয়ে নিয়ে সাজাহান আলী ও মিজানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সুফিয়া (৪৫), সাদেক আলী (৩৫), মিজান (৪৫), রানা (১৮), তকু (১৯), সাজাহান আলী (৫৫), মিন্টু (২৫) ও নুরুন্নাহারসহ (৪৫) উভয়পক্ষের ১২ জন আহত হন। পরে আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির উদ্দিন বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষ দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।