ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

সিংড়ায় মা-মেয়েকে মারপিট, মালামাল লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, ডিসেম্বর ৪, ২০১৬
সিংড়ায় মা-মেয়েকে মারপিট, মালামাল লুট

নাটোরের সিংড়া উপজেলার একশিং তাড়াই গ্রামে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে মারপিট করে বাড়ির মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার একশিং তাড়াই গ্রামে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে মারপিট করে বাড়ির মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (০৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একশিং তাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী কাজল বেগম(৪২), মেয়ে মিমি খাতুন(১৩) ও আয়েশা খাতুন(১৮)।

এদের মধ্যে কাজল বেগম ও মেয়ে মিমিকে নাটোর সদর হাসপাতালে এবং অপর মেয়ে আয়েশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে মা ও দুই মেয়েকে আহত করেন। এসময় তারা চাল-ডাল সহ বিভিন্ন মালামাল লুট করেন।  

পূর্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।