ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, নভেম্বর ২৯, ২০১৬
মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীককে (৬৫) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীককে (৬৫) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গজারিয়া থানায় এ মামলা করেন আহতের ছেলে রবিউল আলম ডালিম।

পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা বাংলানিউজকে জানান, পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।