ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু জোনাব বা‌হিনীর ২ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫১, নভেম্বর ২১, ২০১৬
সুন্দরবনে অস্ত্রসহ দস্যু জোনাব বা‌হিনীর ২ সদস্য আটক

সুন্দরব‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দস্যু জোনাব বা‌হিনীর দুই সদস্য‌কে আটক ক‌রে‌ছে ৠাব-৬ এর সদস্যরা। এসময় তা‌দের কাছ থে‌কে তিন‌টি একনলা বন্দুক, দুইটি সাটারগান ও ১৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা: সুন্দরব‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দস্যু জোনাব বা‌হিনীর দুই সদস্য‌কে আটক ক‌রে‌ছে ৠাব-৬ এর সদস্যরা। এসময় তা‌দের কাছ থে‌কে তিন‌টি একনলা বন্দুক, দুইটি সাটারগান ও ১৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

‌সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের পশুর খাল এলাকা থে‌কে তা‌দের আটক ক‌রে সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দি‌কে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

আটক দস্যুরা হ‌লেন, সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কা‌লি‌ঞ্চি গ্রা‌মের র‌হিম মোড়ল ও খুলনার পাইকগাছার অ‌জিহার মোড়ল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান বিষয়‌টি বাংলা‌নিউজ‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।