ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রামগঞ্জে ইয়াবাসহ ৫ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, নভেম্বর ২১, ২০১৬
রামগঞ্জে ইয়াবাসহ ৫ মামলার আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াবাসহ ৫ মামলার পলাতক আসামি মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াবাসহ ৫ মামলার পলাতক আসামি মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে রামগঞ্জের করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জসিম নোয়াখালী জেলার চাটখীল উপজেলার শাহাপুর গ্রামের হুতার বাড়ির বাসিন্দা লোকমান হোসেনের ছেলে।

রামগঞ্জ মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরির্দশক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ ৫ মামলার পলাতক আসামি জসিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাটখিল থানায় দু'টি অস্ত্র, দু'টি মাদক ও একটি ডাকাতির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।