ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মাটিরাঙ্গায় বাসচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, নভেম্বর ২০, ২০১৬
মাটিরাঙ্গায় বাসচাপায় যুবক নিহত

খাগড়াছড়ার মাটিরাঙ্গা উপজেলার বাইলাছড়ি এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ার মাটিরাঙ্গা উপজেলার বাইলাছড়ি এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি মাটিরাঙ্গার চৌধুরী পাড়ার সিরাউল ইসলামেরর ছেলে এবং পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের যাত্রীবাহী একটি নৈশ কোচ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মাটিরাঙ্গার বাইল্লাছড়ি এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।