ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

দামুড়হুদায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ২০, ২০১৬
দামুড়হুদায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় শামীম আহমেদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। যশোর পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় শামীম আহমেদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। যশোর পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত।

রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত শামীম একই উপজেলার জিরাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শামীম ও তার স্ত্রী ট্রেনে করে যশোর থেকে দর্শনা হল্ট স্টেশনে নামে। এরপর তারা ভ্যানে করে নিজ গ্রাম দক্ষিণ চাঁদপুরে যাওয়ার সময় পথিমধ্যে ৩-৪ জন দুর্বৃত্ত গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে শামীমকে জখম করে।

পরে তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবৃর্ত্তদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।