ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেতে ৭৪ স্থানে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, নভেম্বর ২০, ২০১৬
জামালপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেতে ৭৪ স্থানে মিছিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেতে একযোগে জেলার ৭৪টি স্থানে মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর লোকজন।

জামালপুর: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেতে একযোগে জেলার ৭৪টি স্থানে মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর লোকজন।

রোববার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৬৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় এ মিছিল ও  সমাবেশ হয়।

এ সময় ফারুক আহাম্মেদ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।

এসব মিছিল সমাবেশ থেকে নেতাকর্মীরা ফারুক আহাম্মেদ চৌধুরীকে মনোনয়ন দিতে দাবি জানান। এ কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে  ফারুক আহাম্মেদ চৌধুরী ছাড়াও মনোনয়ন চেয়েছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক শহিদুল্লাহ এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ার।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।