ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে প্রকাশ্যে হিজবুত তাহরীরের লিফলেট বিলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, নভেম্বর ২০, ২০১৬
রাজধানীতে প্রকাশ্যে হিজবুত তাহরীরের লিফলেট বিলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর শাহবাগ এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্যদের।

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্যদের।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থেকে মৎস্য ভবনগামী কিছু বাসযাত্রীদের লিফলেট বিতরণ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক জ্যামে আটকে যাওয়া গাড়িগুলোকে লক্ষ্য করে কয়েকজন তরুণ লিফলেট বিতরণ করেন। তাদের প্রত্যেকের কাঁধে ঝোলানো ব্যাগ ছিলো। দেখতে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পড়ুয়া বলেই মনে হচ্ছিলো।

এক যাত্রী বলেন, লিফলেট বিতরণের সময় তাদের ‘আল্লাহু আকবর’ বলতেও শুনেছি।   দ্রুত লিফলেটগুলো ঢিল ছুড়ে চলে যান ওই যুবকেরা।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের মোবাইলে বারবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

পরে থানায় কর্তব্যরত কর্মকর্তাকে টেলিফোনে কল দিলে ‘আমি দেখছি’ বলে ফোন রেখে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
পিএম/জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।