ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, নভেম্বর ১২, ২০১৬
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের আলীপুরে পানিতে ডুবে ইবনা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের আলীপুরে পানিতে ডুবে ইবনা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ইবানা আলীপুরের মো. আসলাম মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে ইবনা বাড়ির প‍াশের পুকুর পাড়ে খেলা করছিলো। এরপর থেকে ইবনা নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।