ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, নভেম্বর ১২, ২০১৬
রূপগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজিনা ওরফে রুবিনা (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজিনা ওরফে রুবিনা (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রোজিনা গঙ্গানগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে গঙ্গানগর এলাকাসহ আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন রোজিনা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় রোজিনার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।