ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সেলিম চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, নভেম্বর ১০, ২০১৬
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সেলিম চৌধুরী

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে জনপ্রিয় হন সেলিম চৌধুরী। তার কণ্ঠে ‘আজ পাশা খেলবো’ আজও শ্রোতার মুখে মুখে ফেরে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী অনেকদিন পর টিভি অনুষ্ঠানে সরাসরি গাইবেন।

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে জনপ্রিয় হন সেলিম চৌধুরী। তার কণ্ঠে ‘আজ পাশা খেলবো’ আজও শ্রোতার মুখে মুখে ফেরে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী অনেকদিন পর টিভি অনুষ্ঠানে সরাসরি গাইবেন।

হুমায়ূন আহমেদের জন্মদিনকে সামনে রেখে বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে আসছেন সেলিম চৌধুরী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে শুক্রবার (১১ নভেম্বর) রাত ১১টায়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী নাবিলা ইসলাম। প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।