ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, নভেম্বর ১০, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৩

লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।  

এ ঘটনায় ছাত্রলীগ নেতা কর্মী আব্দুল লতিফকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।  
 
শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজের ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন অনিক ও ছাত্রলীগের সাবেক নেতা রাসেলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে, তাদের নামপরিচয় জানা যায়নি।  

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।