ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

আদিতমারীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, নভেম্বর ১০, ২০১৬
আদিতমারীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ১১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ১১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টায় দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- লালমনিরহাট পৌরসভার ড্রাইভার পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে লাভলু ইসলাম (৩১), একই এলাকার খোঁচাবাড়ির দীনেশ চন্দ্রের ছেলে মহেশ্বর রায় (২৮) ও উপজেলার দ‍ুর্গাপুর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৩০)।
 
আদিতমারী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, পাচারকারীরা ভারত থেকে মাদক নিয়ে দুর্গাপুর সীমান্ত দিয়ে দেশে আসছিলেন। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

বিজিবি এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক তিনজনকে আদিতমারী থানায় সোপর্দ করে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।