ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

শুক্রবার রাজশাহী যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, নভেম্বর ১০, ২০১৬
শুক্রবার রাজশাহী যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুইদিনের সরকারি সফরে শুক্রবার (১১ নভেম্বর) রাজশাহী যাচ্ছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুইদিনের সরকারি সফরে শুক্রবার (১১ নভেম্বর) রাজশাহী যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিবরণীতে বলা হয়, সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামী শনিবার (১২ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘বিজ্ঞান মেলায়’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওইদিন দুপুরে প্রতিমন্ত্রী স্থানীয় এক সরকারি মাদ্রাসা মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। বিকেলে প্রতিমন্ত্রী বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুতের নব-সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া আড়ানী ঈদগাহ মাঠে পৌরসভার বিভিন্ন সড়ক যান চলাচলের জন্য উদ্বোধন করবেন তিনি। ওইদিন রাতেই ট্রেনযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।