ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, নভেম্বর ৮, ২০১৬
ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল (২৫) আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী সদরের ফাজিলপুরে এ ঘটনা ঘটে।

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল (২৫) আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী সদরের ফাজিলপুরে এ ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক আরব আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ওই আরোহী আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে প্রিন্টের সাদা রংয়ের সুতি শার্ট রয়েছে। মরদেহ ফেনী সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।