ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, নভেম্বর ৮, ২০১৬
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরমান (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কম-বেশি আহত হয়েছেন আরো চারজন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরমান (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কম-বেশি আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান বিন্নাটি ইউনিয়নের আউলিয়াপাড়ার মুক্তার উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আরমান জেএসসি পরীক্ষা দিতে ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে কেন্দ্রে যাচ্ছিল। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভুটভুটি ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে আরমানসহ আরো চারজন আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।