ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, নভেম্বর ৮, ২০১৬
শরীয়তপুরে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরীয়তপুরে চেক জালিয়াতি মামলায় চার বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি ফারুক মোল্যাকে (৩৬) দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শরীয়তপুর: শরীয়তপুরে চেক জালিয়াতি মামলায় চার বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি ফারুক মোল্যাকে (৩৬) দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গ্রাম চিকন্দী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক মোল্যা ওই গ্রামের সোবাহান মোল্যার ছেলে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, তিন বছর আগে ঢাকায় একটি চেক জালিয়াতি মামলায় ফারুক মোল্যার চার বছরের সাজা হয়। ওই সময় তিনি পলাতক ছিলেন। রোববার রাতে গ্রাম চিকন্দী বাজার এলাকায় অবস্থান করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করা হয়।

ফারুকের বিরুদ্ধে পালং থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।