ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, নভেম্বর ৮, ২০১৬
রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।