ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জের সেই মোখলেছার রহমান ক্লিনিক সিলগালা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ৬, ২০১৬
বদরগঞ্জের সেই মোখলেছার রহমান ক্লিনিক সিলগালা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রসূতি ও দুই নবজাতক মৃত্যুর ঘটনায় অন‍ুমোদনহীন সেই মোখলেছার রহমান ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   

রোববার (০৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এ আদেশ দেন।



সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের নির্দেশে প্রতিনিধি দলের প্রধান ডা. সৈয়দা শাহানাজ নাসরুল্লাহ ক্লিনিকটি সিলগালা করেন।

শুক্রবার (০৪ নভেম্বর) ভ‍ুল চিকিৎসায় দুই নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনের প্রতিনিধি দল শনিবার (০৫ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে অনুমোদনহীন ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। পরে রোববার দুপুরে ক্লিনিকের মালিককে  জরিমানা করে এটি সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬

এসআরআর/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।