ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নোয়াখালী শহর বিএনপি’র কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, নভেম্বর ৬, ২০১৬
নোয়াখালী শহর বিএনপি’র কমিটি গঠন

নোয়াখালী: বিএনপি’র নোয়াখালী জেলা শহর (মাইজদী) শাখার নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে।

সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. আবু নাছের ও সাধারণ শাহ মো. জাফর উল্যা রাসেল নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে মো. আশ্রাফ আলী ও ওমর ফারুক টপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হযেছেন।  

রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।  

সেখানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলো।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।