ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে টানা বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, নভেম্বর ৬, ২০১৬
বরিশালে টানা বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের ফলে দক্ষিণাঞ্চলে দুই দিনের প্রবল বাতাস ও টানা বৃষ্টিতে বরিশালে শতকরা ২০ ভাগ ধান গাছ হেলে পড়েছে। ফলে আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

সোমবার বা তার পরের দিনেও যদি বাতাস ও বৃষ্টি বন্ধ না হয় এবং রোদ না ওঠে তবে হেলে পড়া ধান গাছের মধ্যে ২০ ভাগ ফসলের ক্ষতি হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক তুষার কান্তি সমাদ্দার বলেন, এ বছর বিভাগের মোট ৭ লাখ ৩৩ হাজার ২৯৮ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।

আর কিছুদিন পরেই ধান কাটা শুরু হবে। এ সময় ঝড়ো হাওয়ায় বিভাগে গড়ে ২০ শতাংশ জমির আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে।

তিনি আরো জানান, বিভাগের সব জেলার কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে কৃষকদের পাশে থেকে ধানের ক্ষতিসাধন রোধে করণীয় সব কিছু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।