ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জেল জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, নভেম্বর ৬, ২০১৬
কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জেল জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৩ মাদকসেবীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন- রুবেল শেখ (২৫), আনসার আলী (৩২) এবং মনির হোসেন (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. মজিরুল জানান, সকাল ১১টায় কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেল শেখ ও আনসার আলীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা এবং মনিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক(এসআই) মোস্তফা রেজা, ডিবি পুলিশের উপপরিদর্শক(এসআই) বিপুল চন্দ্র ও সহকারী উপপরিদর্শক( এএসআই) কে এম রিয়াজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।