ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৫, নভেম্বর ১, ২০১৬
উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পানবাজার এলাকা থেকে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন- উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের পশ্চিম হলদিয়া গ্রামের ঘুরা মিয়ার ছেলে মো.আলমগীর (২৫) ও রামু উপজেলার পশ্চিম শিয়াপাড়ার পানের ছড়া গ্রামের সুরুত আলমের ছেলে মো.আইয়ূব আলী (১৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আট হাজার ১৭০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। এসময় দুইটি মোবাইল ফোন, তিনটি রবি সিম কার্ড ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
টিটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।